রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০১:৫৯ পূর্বাহ্ন

জীবনে প্রথম চাকরিতে যোগদান করলাম: আসিফ

নিজস্ব প্রতিবেদক / ১১৪ Time View
Update : সোমবার, ৬ মার্চ, ২০২৩, ৪:০৩ অপরাহ্ন
জীবনে প্রথম চাকরিতে যোগদান করলাম আসিফ

সংগীতের দীর্ঘ ও সফল ক্যারিয়ার পেরিয়ে এবার চাকরি জীবন শুরু করলেন আসিফ আকবর। নিজেই জানালেন তথ্যটি। বললেন, মার্চের ১ তারিখ থেকেই চাকরি জীবন শুরু করেছেন।

৫ মার্চ খবরটি জানিয়ে চমকে দেন ভক্তদের। সঙ্গে জানান তার পদবি ও প্রতিষ্ঠানের নাম।

তার তথ্য মতে, ভার্সেটিলো গ্রুপের ‘হ্যালো সুপারস্টার’ (অ্যাপ)-এর ‘কান্ট্রি হেড’ হিসেবে যোগ দিয়েছেন এই কণ্ঠশিল্পী। যার তার কাজের পরিধি থাকছে দুই বাংলাতেই। তবে কাজটির ধরন প্রসঙ্গে তেমন কিছু বলেননি এই তারকা।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের চাকরির বিষয়টি জানিয়ে আসিফ লেখেন, ‘মার্চের এক তারিখ থেকেই আমার চাকরি জীবন শুরু হয়েছে। জীবনে প্রথম কোনও চাকরিতে যোগদান করলাম। আজ (৫ মার্চ) থেকে আমি আনুষ্ঠানিকভাবে অফিস শুরু করেছি।’

চাকরিতে যোগদানের কারণও ব্যাখ্যা করেন গায়ক। বলেন, ‘চাকরির অফার এবং ধরন- দুটোই আমার পছন্দ হয়েছে। দীর্ঘ ক্যারিয়ারে আরও একটি নতুন পালক যুক্ত হলো। আমি বেশ আনন্দ নিয়েই কাজে যোগদান করেছি।’

এই চাকরি মাধ্যমে ইন্ডাস্ট্রির জন্য অনেক কিছু করার সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এই চাকরির মাধ্যমে দেশের জন্য, আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক কিছু করার সুযোগ আছে। আমার জন্য দোয়া করবেন।’

ধারণা করা হচ্ছে, এন্টারটেইনমেন্ট রিলেটেড কোনও প্রজেক্ট নিয়েই আগাচ্ছেন আসিফ। যেখানে তিনি যুক্ত করবেন দুই বাংলার তারকাদের।

শূন্য দশকের শুরুতে প্রথম একক অ্যালবাম ‘ও প্রিয়া তুমি কোথায়’ দিয়ে সুপারহিট তকমা পান আসিফ। সেই থেকে এখনও গান করছেন নিয়মিত। মাঝে জড়িয়েছিলেন রাজনীতি (বিএনপি) আর সাংবাদিকতাতে (মানবজমিন)। করেছেন সাদাত হোসাইনের পরিচালনায় ‘গহীনের গান’ সিনেমায় অভিনয়। তবে গানের বাইরে নিয়মিত হননি কোথাও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL