রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০১:৪০ পূর্বাহ্ন

ছক্কার ঝড় তুলে নতুন রেকর্ড গড়লেন রিশাদ

নিজস্ব প্রতিবেদক / ১৬৮ Time View
Update : শনিবার, ৯ মার্চ, ২০২৪, ৮:৩৩ অপরাহ্ন
ছক্কার ঝড় তুলে নতুন রেকর্ড গড়লেন রিশাদ
ছক্কার ঝড় তুলে নতুন রেকর্ড গড়লেন রিশাদ

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার (৯ মার্চ) শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা ৫৩ রানের ইনিংস খেলার পথে ৭টি ছক্কা হাঁকান রিশাদ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে কোনো বাংলাদেশির পক্ষে সর্বোচ্চ ছক্কার হাঁকানোর রেকর্ড এটি।

এর আগে সিরিজের প্রথম ম্যাচে ৩৪ বলে ৬৮ রানের দুর্দান্ত ইনিংস খেলার পথে ৬টি ছক্কা হাঁকিয়েছিলেন জাকের আলী। তিনি ভাঙেন ২০০৭ সালে পাকিস্তানের বিপক্ষে নাইরোবিতে ৫টি ছক্কা হাঁকানো মোহাম্মদ নাজিমউদ্দিনের রেকর্ড।
 
তবে আক্ষেপের বিষয়, নাজিমউদ্দিন, জাকের আর রিশাদদের ছক্কার ফুলঝুরি ছড়ানোর ম্যাচগুলোতে জিততে পারেনি বাংলাদেশ। ২০০৭ সালে নাজিমউদ্দিনের ৫০ বলে ৮ চার ও ৫ ছক্কায় ৮১ রানের ইনিংসের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৩০ রানে হেরেছিল বাংলাদেশ। ৩৪ বলে ৬ ছক্কা ও ৪ চারে জাকেরের করা ৬৮ রানের ম্যাচে ৩ রানের ব্যবধানে হারে টাইগাররা। আর ৩০ বলে ৭ ছক্কায় রিশাদের খেলা ৫৩ রানের ম্যাচে ২৮ রানে হারে লাল সবুজের প্রতিনিধিরা। তাতে ২-১ ব্যবধানে সিরিজ হেরে লঙ্কানদের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জেতার সুযোগও হাতছাড়া করে শান্ত বাহিনী।
 
সিলেটে দিনটা বাংলাদেশের জন্য হতাশার হলেও স্মরণীয় হয়ে থাকবে রিশাদের জন্য। লেগ স্পিনারের ভূমিকায় দলে খেলা রিশাদ এদিন ভাগ বসান ব্যাটার লিটন দাস ও মুশফিকুর রহিমের রেকর্ডে। ২৪ বলে ফিফটি হাঁকিয়ে বাংলাদেশের পক্ষে যৌথভাবে চতুর্থ দ্রুততম ফিফটির রেকর্ডে নাম লিখিয়েছেন তিনি। ১৮ বলে ফিফটি করে এ তালিকার শীর্ষে আছেন লিটন দাস। ২০ বলে ফিফটি আছে মোহাম্মদ আশরাফুলের। ২১ বলে ফিফটি হাঁকিয়ে তিনেও লিটন। ২৪ বলে লিটন ছাড়াও ফিফটি আছে মুশফিকুর রহিমের।
 
ব্যাট হাতে দ্যুতি ছড়ানোর আগে বল হাতে ৩৫ রান খরচায় ২ উইকেট নিয়েছিলেন রিশাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL