চীনের উত্তরাঞ্চল হেবেই প্রদেশে প্রবল বৃষ্টি ও বন্যায় এখন কমপক্ষে ১০ জনের প্রানহানি ঘটেছে । এতে নিখোঁজ হয়েছেন অন্তত ১৮ জন ।
এরই মধ্যে দীর্ঘস্থায়ী বন্যা ও ভূমি ধসের শঙ্কায় অঞ্চলটিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে । প্রানহানি এড়াতে ব্যপিক উদ্ধার তৎপরতা চালাচ্ছে প্রশাসন । খবর বিবিসির ।
খবরে বলা হয়, শনিবার দুপুর এর মধ্যে জনবহুর প্রদেশটি খেকে সরিয়ে নেওয়া হয়েছে ৫০ লাখেরও বেশি মানুষকে । এরই মধ্যে পানিতে তলিয়ে আছে রাস্তাঘাট । বিধ্বস্ত হয়েছে বাড়িঘর ও বহু স্থাপনা । প্লাবিত হয়েছে মাইলের পর মাইল কৃষিজমি । ফলে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে ।
এর আগে নজরবিহীন বৃষ্টি-বন্যায় গত মাসেই ১৪২ জনের মৃত্যু হয়েছে চীনে । টাইফুন ডকসুরির প্রভাবে ১৪০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত দেখেছে অঞ্চলটি ।২০২১ সালেও প্রবর বন্যায় তিন শতাধিক মানুরেষর প্রন যায় দেশটিতে ।