নিজস্ব প্রতিবেদক: এবার ৭,২০০ পিস ইয়াবাসহ জামাই-শাশুড়ী গ্রেফতার
(শুক্রবার) ১১ আগষ্ট ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয় এর উপপরিচালক মোঃ রাশেদুজ্জামান এর সার্বিক তত্বাবধানে, সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান এর দিক নির্দেশনায়, ধানমন্ডি সার্কেল পরিদর্শক তপন কান্তি শর্মা এর নেতৃত্বে একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, দারুস সালাম থানাধীন গাবতলী বাস টার্মিনাল বাগবাড়ী শান্তি পরিবহন কাউন্টারের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৭,২০০ (সাত হাজার দুইশত) পিস ইয়াবাসহ মংয়েছা চাকমা (২৬) ও চাইন ছিং চাকমা (৫২) কে হাতেনাতে গ্রেফতার করে । এ বিষয়ে সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান বলেন, মংয়েছা চাকমা (২৬) ও চাইন ছিং চাকমা (৫২) জামাই-শাশুড়ী সম্পর্কিত, তারা পরস্পর যোগ সাজসে মাদক সংরক্ষণ ও ব্যাবসা চালিয়ে আসছিলো। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক তপন কান্তি শর্মা বাদী হয়ে দারুস সালাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।