নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বিভাগীয় কার্যালয় ঢাকার অতিরিক্ত পরিচালক জাফরুল্লাহ কাজল বলেন, ঈদের ছুটি, গ্রীষ্মের তাপদাহ কিংবা ঝড় বাদলেও সুযোগ পাবেনা মাদক চোরাকারবারীরা।
(মঙ্গলবার) ১৮ই এপ্রিল , ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এর উপপরিচালক মোঃ রাশেদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে, সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান এর দিক-নির্দেশনায়, উত্তরা সার্কেল উপপরিদর্শক রোকেয়া আক্তার এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, যাত্রাবাড়ী থানাধীন অতীশ দিপংকর রোডস্থ মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার এর উপর ৬নং টোল প্লাজার ২৫ নং লেনের দক্ষিণ পার্শ্বে এস আলম পরিবহন বাসে অভিযান পরিচালনা করে মুহাম্মদ আজিমুল ইসলাম (৪২)কে ৭০০০ (সাত হাজার) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। উপপরিদর্শক রোকেয়া আক্তার জানান, আসামী ইতোপূর্বেও মাদকের একটি চালান নিয়ে গ্রেফতার হন। সে একটি ঔষধ কোম্পানীতে সেলস এক্সিকিউটিভ হিসেবে কর্মের পাশাপাশি মাদক ব্যবসার সাথে জড়িত। আসামীর বিরুদ্ধে উপপরিদর্শক রোকেয়া আক্তার বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।
এছাড়াও রমনা সার্কেল পরিদর্শক মোঃ তমিজ উদ্দিন মৃধার নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পূর্ব থানাধীণ শায়েস্তা খান এভিনিউস্থ “হলি-ল্যাব ডায়াগনস্টিক সেন্টার” এর পূর্ব পাশে উত্তরা সেক্টর-৪, ৫নং বাড়ির সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে ২০০০ (দুই হাজার) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে পরিদর্শক মোঃ তমিজ উদ্দিন মৃধা বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে আমাদের প্রতিনিধি জানান।