নিজস্ব প্রতিবেদক: কিছুতেই থামছেনা মাদক চোরাকারবারিদের দৌরাত্ব! আবারো ২৪ ঘন্টার ব্যবধানে ডিএনসি ঢাকা মেট্রো উত্তর,দক্ষিণ,বগুড়া ও গোয়েন্দা রাজশাহীতে বিপুল পরিমান মাদক ইয়াবা ও গাঁজা উদ্ধার
(বৃহস্প্রতিবার) ৩ আগষ্ট ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এর উপ-পরিচালক মোঃ রাসেদুজ্জামান এর সার্বিক তত্বাবধানে সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান এর নির্দেশনায় উত্তরা সার্কেল পরিদর্শক মোঃ মাহবুবর রহমান এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভি্ত্তিতে উত্তরা পশ্চিম থানাধীন জমজম টাওয়ারের ৮ম তলা থেকে ৪ (চার) হাজার পিস ইয়াবাসহ বেসরকারি ইউনিভার্সিটি পড়ুয়া মেয়ে ও মাদক ব্যবসায়ী মা কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক মোঃ মাহবুবর রহমান বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।
এদিকে (শুক্রবার) ৪ আগষ্ট ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো কার্যালয় (দক্ষিণ) এর উপ-পরিচালক মোঃ মাসুদ হোসেন এর সার্বিক তত্বাবধনে সহকারি পরিচালক শুভ্রত সরকার শুভ এর দিক নির্দেশনায় খিলগাঁও সার্কেল পরিদর্শক মোঃ আব্দুর রহীম এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তঃ বিমান বন্দর ১ নম্বর টার্মিনালে পূর্ব পাশে সরকারি গাড়ী পার্কিং সংলগ্ন নাহার কন্স্ট্রাকশন নামীয় কোমল পানীয় দোকানের সামনে অভিযান পরিচালনা করে দ্রব-দাশ (২৫) কে ২,৪০০ (দুই হাজার চারশত) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে্ । আসামীর বিরুদ্ধে পরিদর্শক মোঃ আব্দুর রহীম বাদী হয়ে ঢাকা আন্তঃ বিমান বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন ।
অন্যদিকে (শুক্রবার) ৪ আগষ্ট ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় বগুড়া এর উপ-পরিচালক মোঃ রাজিউর রহমান এর সার্বিক তত্বাবধানে উপ-পরিদর্শক মোঃ আবির হোসেন এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন ঢাকা- বগুড়া মহা সড়ক সাজাপুর জব্বার হোটেল এন্ড রেস্টুরেন্ট এর পশ্চিম পার্শ্বে রাস্তার উপর ঢাকা থেকে নওগাঁ গামী যাত্রীবাহী হানিফ পরিবহন ( ঢাকা মেট্রো-ব-১৫-৮২০৬) এ তল্লাশি করে ১৫ (পনের) কেজি গাঁজাসহ মোঃ মোজাম্মেল হোসেন (৩২) ও মোছাঃ শাহেদা (২৭) কে হাতেনাতে গ্রেফতার করে।আসামীদের বিরুদ্ধে উপ-পরিদর্শক মোঃ আবির হোসেন বাদী হয়ে বগুড়া জেলার শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন ।
এছাড়াও (শুক্রবার) ৪ আগষ্ট ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয় রাজশাহী এর উপ-পরিচালক মোঃ জিল্লুর রহমান এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার আতাইকুলা থানাধীন পুটিগাড়া এলাকায় রাস্তার উপর একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে মোঃ ফয়সাল (৪৯) কে ২,০০০(দুই ) হাজার পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে সহকারি পরিচালক পারভীন আক্তার বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে আমাদের প্রতিনিধি জানান।