স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সংকট নেই বললেও বাস্তবচিত্র ভিন্ন। বাজারে আইভি স্যালাইনের সরবরাহ কম থাকার পাশাপাশি, আছে দাম বেশি নেয়ারও অভিযোগ। ডেঙ্গু রোগের কাছে অসহায় রোগী ও তাদের স্বজনরা। বিশেষজ্ঞরা বলছেন, কার্যকারী পদক্ষেপ নিতে না পারায় পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যাচ্ছে।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আশঙ্কাজনক অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছেন রতন। বাইরে স্বজনদের আহাজারি, কখন যেন ভেতর থেকে দুঃসংবাদ আসে। আতঙ্কে সময় পার করছে পরিবারটি। রতনের মতো অনেকের অবস্থাই আশঙ্কাজনক। প্রতিদিন খবরের শিরোনাম হচ্ছেন কেউ না কেউ। ভয়ংকর ডেঙ্গর কাছে বড্ড অসহায় রোগীরা।
এ বছর ডেঙ্গুতে মৃত্যুর আরেকটি কারণ হিসেবে বাংলাদেশের আবহাওয়াকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। তবে ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনও স্বাস্থ্য বিভাগকে দ্রুত কার্যকারী ব্যবস্থা নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।
এদিকে শনিবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্যমন্ত্রী জানান, শুধু ঢাকা শহরে নয়, সরকারি ও বেসরকারি হাসপাতালে আইভি স্যালাইনের কোনো ঘাটতি নেই। তবে ফার্মেসিগুলোতে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। বাজারে সরবরাহ সংকটের পাশাপাশি, পাওয়া যায় দাম বেশি রাখার অভিযোগ। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি মাসের প্রথম নয়দিনেই মারা গেছেন ১২৩ জন।